আমলার মাঠ অপারেশন, নারায়ণগঞ্জ
আমলার মাঠের পূর্ব দিকে ঢাকা-নরসিংদী হাইওয়ে, পশ্চিম দিকে কালী গ্রাম, উত্তরে ডুলুরিয়া গ্রামের অবস্থান। ডিসেম্বর মাসের ১০/১২ তারিখে পাকআর্মিরা ঢাকার দিকে ফিরে আসার সময় রূপগঞ্জ থানা কমান্ডার আব্দুর জাব্বার খান পিনুর গ্রুপ, কালীগঞ্জের গ্রুপ, মো. ইব্রাহিমের গ্রুপ, শাহজাদা, হারুণ ভুলতা থেকে এসে তাদের আক্রমণ করেন। পাকআর্মিরা আমলার মাঠ দিয়ে নরসিংদী সড়কে উঠতেই মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে যায়। মুক্তিযোদ্ধারা অনেকক্ষণ যুদ্ধ করার পর দু’জন পাকআর্মিকে বন্দি করেন। পরে তাদের ক্যান্টনমেন্টে সোপর্দ করেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত