আল আব্বাস ও হরমুজ জাহাজে অভিযান
নৌকমান্ডো আব্দুর ওয়াহেদ চৌধুরীর নেতৃত্বে পাকবাহিনীর দুটি জাহাজে আল আব্বাস ও হরমুজে অভিযান করা হয় ১৫ আগস্ট, ১৯৭১ সালে। রাত ১ঃ৫৫ মিনিট কলকাতা রেডিও থেকে গান গেয়ে অভিযান শুরুর ইঙ্গিত দেওয়া হয়। ৪০ জন নৌকমান্ডো ৪ ভাএ ভাগ হয়ে আব্দুল ওয়াহেদ, শাকিব আহম্মেদ, কবির মেম্বার ও মোঃ ইউনুসের নেতৃত্বে কর্নফুলির নদীর পাড়ে এসে পৌঁছান। প্রথম গ্রুপ ইছানগর থেকে ও অপর গ্রুপগুলো ভাঙ্গাচর থেকে কর্ণফুলী নদিতে ঝাঁপিয়ে পড়েন। যথাসময়ে মাইন লাগিয়ে উঠে আসেন তারা। কিছু সময় পরেই ‘আল আব্বাস’ ও ‘হরমুজ’ জাহাজ দুটি ডুবতে আরম্ভ করে। সফল একটি অভিযান পরিচালিত হয়। এরপর ১২ ডিসেম্বর ২০ জন নৌ-কমান্ডো নিয়ে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন নৌ-কমান্ডো শাহ আলম। গাইড ইউনুস ২০ জন নৌ-কমান্ডোকে পাথরঘাটা এলাকায় পৌঁছে দেন। ঐ রাতে চাঁদের আলোর কারণে অপারেশন করা সম্ভব হয়নি। ১৪ ডিসেম্বর রাত ১২ টার পর, যথারীতি কর্ণফুলীতে নেমে কমান্ডোরা মাইন বেঁধে আসেন এবং ‘সুরাইয়া” ও ‘টেকনাফ’ নামে দুটো জাহাজ সম্পূর্ণ ধ্বংস হয়। এভাবে একদল কমান্ডো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত