৬ এপ্রিল ১৯৭১ঃ হামিদুল হকের বিবৃতি
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দৈনিক অবজারভার এর মালিক হামিদুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন পূর্ব পাকিস্তানিরা যাই চেয়ে থাক না তারা পূর্ব পাকিস্তানের ঐক্য বানচালের পরিকল্পনা করেনি বা করে না। দেশের দুই অংশকে বিচ্ছিন্ন ও সম্প্রসারনবাদী সুবিধার জন্য পাকিস্তানকে ধ্বংস করাই ভারতের প্রচারনার একমাত্র উদ্দেশ্য মনে হচ্ছে। এই উদ্দেশ্য পুরন এবং বিশ্বকে বিভ্রান্ত করার জন্য সকল তথ্য মাধ্যমে বোমাবর্ষণ, হাজার হাজার মানুষ হত্যার মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ভারতের বেতার সময়ের অর্ধেক সময় এই প্রচার প্রোপাগান্ডায় ব্যাবহার করা হচ্ছে। তিনি ব্যাপক প্রাণহানির বিষয়ে বলেন দুর্ভাগ্য জনক ভাবে তা হতে বাধ্য ছিল কারন ফেব্রুয়ারী মার্চ মাসের পরিস্থিতি খুব খারাপ ছিল। তিনি আশা করেন উপমহাদেশের শান্তির এবং উভয় দেশের জনগনের কল্যাণে ভারত এই শত্রুতামুলক কাজ থেকে বিরত থাকবে।