আনোয়ারা থানা কমপ্লেক্স অভিযান-২ চট্টগ্রাম
চট্টগ্রাম শহর ও বাঁশখালীর মাঝখানে আনোয়ারা থানা অবস্থিত। ক্যাপ্টেন করিম ও কমান্ডার মাহমুদুল হকের নেতৃত্বে ৩০ জনের মতো মুক্তিযোদ্ধা দুই ভাগে ভাগ হয়ে
এই অভিযান পরিচালনা করেন। তারা পটিয়া ফকিরহাট থেকে রাত ১টার দিকে রওনা হয়। ১ম দল থানার সামনে অবস্থান নেয়। ২য় দল থানার পশ্চিম দিকে অবস্থান নেয়। ভোর ৫টার দিকে নির্দেশমতো একযোগে থানা ও সিও অফিস লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে ২টি দল, এক পর্যায়ে রাজাকাররা পালিয়ে যেতে থাকে। ১ম দল ক্রলিং করে থানার দিকে অগ্রসর হয়। পরে অভ্যন্তরে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি, কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত