আজিমনগর মুক্তিযোদ্ধা ক্যাম্পে পাকবাহিনী আক্রমণ, মানিকগঞ্জ
আজিমনগর গ্রামটি মানিকগঞ্জ জেলা সদর থেকে দক্ষিণে হরিরামপুর থানাধীন পদ্মা নদীর তীরে অবস্থিত। ২৪ সেপ্টেম্বর পাকসেনারা বোট, লঞ্চ ও হেলিকাপ্টার-যোগে আজিমনগর মুক্তিযোদ্ধা গ্রামে আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুদের প্রতিহত করতে শুরু করে। এ যুদ্ধে অধ্যক্ষ আঃরউফ মাহফুজ, জানু, মোক্তার খান, বরকত আলীসহ ২০০ জনের মত মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত