You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | আছিম পোড়াবাড়ি যুদ্ধ, ত্রিশাল, ময়মনসিংহ - সংগ্রামের নোটবুক

আছিম পোড়াবাড়ি যুদ্ধ, ত্রিশাল, ময়মনসিংহ

আছিম পোড়াবাড়ি স্থানটি ময়মনসিংহ জেলার সাবেক ফুলবাড়িয়া থানা বর্তমানে ত্রিশাল থানার অন্তর্গত। ৫ই নভেম্বর একদল মুক্তিযোদ্ধা এখান পাকবাহিনীর একটি টহল দলের উপর আক্রমণ করে। পাকবাহিনীও পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষে দুই ঘন্টা গুলি বিনিময়ের পর পাকবাহিনী ময়মনসিংহের দিকে অবস্থান পরিবর্তন করে। মুক্তিবাহিনীর এই আকস্মিক আক্রমণের উদ্দেশ্যে ছিল পাকবাহিনীর অবাধ বিচরণকে বাধা গ্রস্থ করা। এই আক্রমণের মধ্য দিয়ে মুক্তিবাহিনী তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তি্যোদ্ধারা হলেন- ইদ্রিস আলী, আইয়ুব আলী, ইউনুস আলী, ইয়াকুব আলী, আবদুল হালিম, আফসার উদ্দিন, গোলাম সারোয়ার, রফিজ উদ্দিন, নূরুল আমিন, কাশেম আলী ফকির, আবদুল আজিজ মাস্টার, আজিজুর রহমান, জসীম উদ্দিন, আবদুল কাদের, আনসারুল হক, আবদুল খালেক, জালাল উদ্দিন, আবদুস সালাম প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত