৬ এপ্রিল ১৯৭১ঃ সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নির পত্রের জবাবে ইয়াহিয়া
সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্নি রক্তক্ষয় বন্ধের আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টকে ৩রা এপ্রিল যে চিঠি দিয়েছিলেন তার জবাবে প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেন, ‘পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। তিনি বলেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের খোলাখুলি ও নির্লজ্জ হস্তক্ষেপের একমাত্র উদ্দেশ্য গোলযোগ সৃষ্টির জন্য মুষ্টিমেয় কিছু লোককে বৈষয়িক সাহায্য ও উৎসাহ প্রদানের মাধ্যমে পরিস্থিতিকে আরও প্রলম্বিত করে তোলা। কোন শক্তি যদি অনুরূপ প্রয়াস সমর্থন করেন তা বান্দুং সম্মেলনের প্রস্তাব লঙ্ঘন হবে।