৬ এপ্রিল ১৯৭১ঃ মওলানা মফিজুল হক
জমিয়তে ইত্তেহাদুল উলামা এর সভাপতি মওলানা মফিজুল হক বলেন পূর্ব পাকিস্তানের ৭ কোটি মানুষকে চিরদিনের জন্য দাসে পরিনত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভারত তাদের বেতার প্রচারনা ও সশস্র লোক অনুপ্রবেশের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণকে বিপথে পরিচালিত করছে এবং রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় দিক থেকে প্রদেশেটি ধ্বংস করে দিতে চায়। তিনি বলেন ভারতীয়রা বন্ধুর ছদ্মবরনে দরদী সেজে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে পঙ্গু করে দিচ্ছে। যারা ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী হয়ে ভারতীয়দের সাহায্যের আশায় আছেন তারা বকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের ব্যাপারে তিনি বহু আগেই সরকারকে হুশিয়ার করে দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের হুশিয়ারির বিষয়ে কর্ণপাত করেননি। তিনি ভারত কে ৬৫ সালের যুদ্ধ ভুলে না যাওয়ার পরামর্শ দেন। ভারতের যে কোন প্রকারের হুমকিতে পূর্ব পাকিস্তানীরা এক কাতারে ঐক্যবদ্ধ।