বেলাব বাড়ি বধ্যভূমি, নরসিংদী
নরসিংদীর বেলাব বাড়ি এলাকায় একাত্তরের ১৪ জুলাই পাক সেনাবাহিনী ৫ জন মুক্তিযোদ্ধাসহ বেলাব ও তার আশপাশের এলাকার ৬৮ নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করে। নিকটজনদের চোখের সামনে তাদের হত্যা করা হয়। এই সমস্ত নিরীহ গ্রামবাসীকে হাত-পা ও চোখ বেঁধে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় আড়িয়াল খাঁ নদীতে।
অনেক লাশ একসাথে আড়িয়াল খাঁর তীরে মাটিচাপা দেয়া হয়।
[৬৫৮] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত