ভাটিয়াপাড়া গণহত্যা, ফরিদপুর
মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা-খুলনা লিংকার ফরিদপুর ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনটিতে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক ঘাঁটি গড়ে তুলে ব্যাপক গণহত্যা চালায় যা গণহত্যার ইতিহাসে নজিরবিহীন বলে জানা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ রাত ১২ : ২০ মি. ইপিআর বেতার যন্ত্রের মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তা ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মাধ্যমে এলাকার সকলে জানতে পারে এবং গোপালগঞ্জ কাশিয়ানী, মকসেদপুরে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী ভাটিয়পাড়ার স্টেশনটি দখলে নেয় এবং শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে নির্বিচারে গণহত্যা চালায়।
[৬৩৪] মঞ্জুমা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত