You dont have javascript enabled! Please enable it! মেথিকান্দা গণহত্যা ও গণকবর, রায়পুরা | নরসিংদী - সংগ্রামের নোটবুক

মেথিকান্দা গণহত্যা ও গণকবর, রায়পুরা, নরসিংদী

১৯৭১ সালে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের কাছে রেললাইনের পাশের এ স্থানটিতে পাকবাহিনী নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করে। নিকটবর্তী বর্তমান উপজেলা পরিষদের টর্চার সেলে নির্যাতন শেষে ৫ মুক্তিযোদ্ধাসহ প্রায় ৩০ জন নিরীহ মানুষকে হত্যা করে পাক সেনাবাহিনী এ স্থানে মাটিচাপা দেয়।
[৬৫৮] হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত