You dont have javascript enabled! Please enable it! সাঁথিয়া গণহত্যা | পাবনা - সংগ্রামের নোটবুক

সাঁথিয়া গণহত্যা, পাবনা

পাবনা জেলার সাঁথিয়া থানার বড়াল নদীর তীবরর্তী দিঘলিয়া ও ডেমরা গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন নভেম্বরের মাঝামাঝি পাকিস্তানি সেনাবাহিনী এক ভয়াবহ গণহত্যা চালায়।
জানা যায় নভেম্বরের মাঝামাঝি এক রাতে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী দিঘলিয়া ও ডেমরা গ্রামের তিন দিক থেকে ঘিরে ফেলে এবং অন্য দিকে ছিল নদী। গভীর রাতে গ্রামের নিরীহ মানুষ যখন ঘুমে অচেতন তখন পাকিস্তানি সেনা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। শত শত মানুষ এই নৃশংস হামলায় মৃত্যুবরণ করেন। অনেক ঘুমন্ত মানুষ ঘুমের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই গুলিবর্ষণ চলে ভোর পর্যন্ত। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেকেই রাতের অন্ধকারে একমাত্র খোলাপথ হিসেবে নদীর ঢালে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই নদীতে অপেক্ষমান পাকিস্তানি সেনাবাহিনী লঞ্চ ও গানবোট থেকে নির্বিচারে মেশিনগানের গুলিতে নির্মমভাবে নদীর ঢালে আশ্রয় নেয়া নিরপরাধ-নিরীহ নারী- পুরুষ, শিশু-বৃদ্ধ সকলকেই হত্যা করে। অনুমান করা হয় সে রাতের অপারেশনে কমপক্ষে দুই হাজারের বেশি মানুষ শহীদ হন। পরবর্তীতে তাঁদের নদীর তীরে এবং গ্রামের বিভিন্ন প্রান্তে সমাহিত করা হয়।
{৬৩৬} মঞ্জুমা সেলিম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত