পশ্চিম ছড়াকুল গণহত্যা, হাটহাজারী, চট্টগ্রাম
পাকিস্তান সামরিক বাহিনী একাত্তরের ১০ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম ছড়াকুলে হঠাৎ করে হাজির হয় ১৭ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। এ সময় তারা কাউকে একই জায়গায় লাইন ধরিয়ে কিংবা একা হত্যা করে। তাদের অত্যাচার হতে শিশু, মহিলা, তরুণ, বৃদ্ধ কেউই রক্ষা পায়নি। সেদিন তারা অত্যাচার, ঘর জ্বালিয়ে দেওয়া, খন, লুটতরাজসহ সব ধরনের ধ্বংসযজ্ঞই চালিয়েছিল।
[৬৭৯] হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত