You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | হোটেল ডালিম নির্যাতন কেন্দ্র | চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

হোটেল ডালিম নির্যাতন কেন্দ্র, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় টেলিগ্রাম অফিসের পেছনের ‘হোটেল ডালিম’ ছিল আলবদরদের বন্দিশিবির। অকথ্য নির্যাতন করা হয়েছে এ শিবিরে। ১৭ ডিসেম্বর যাঁদের এখান থেকে মুক্ত করা হয় তাঁরা কেউই অক্ষত ছিলেন না। কারও শরীরের হাড় ভাঙা, কারও আঙুল কাটা, কারও একটা চোখ, একটা কান, একটা হাত নষ্ট। ‘পূর্বদেশ’, ৭ জানুয়ারি, ‘৭২-এ ছাপা হওয়া এই শিবির থেকে উদ্ধারপ্রাপ্ত পশ্চিম মাদারবাড়ির আবুল কাশেম পেশকারের ছেলে ১৮ বছর বয়স্ক নাজমুল আহসান সিদ্দিকীর ভাষ্য: “অত্যাচারের তীব্রতায় যখন পিপাসায় বুক ফেটে যেত তখন তারা মানুষের প্রস্রাব খেতে দিত।”
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত