কৃপ বাধ্যভূমি, মধুপুর সদর, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার মধুপুর সদরস্থ শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ভেতর টিনের বসতঘরের উত্তর-পশ্চিম কোনে ‘কূপ’ বধ্যভূমিটির অবস্থান। একাত্তর সালে এখানে কোন জনবসতি ছিল না। যুদ্ধকালীন সময়ে স্থানীয় রাজাকার বাহিনী ভারতে পালিয়ে যাওয়ার সময় মধুপুর উপজেলার কালিমাঝির গ্রামের পাঁচ জন হিন্দু ও অপরিচিত একজন লোককে আটক করে। সে সময় ঐ গ্রামেরই আরো পাঁচজন সাধারণ মুসলমানকেও তারা পাক সেনাদের হাতে তুলে দেয়। পাক সেনারা সবাইকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অমানুষিক নির্যাতন করে। তারা মোট বারো জন লোককে হত্যা করে কূপের ভেতর ফেলে দেয়।
{620} হাসিনা আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত