You dont have javascript enabled! Please enable it! 1971.04.26 | কালিকাপুর, মাতব্বর, বাড়ি গণহত্যা | পটুয়াখালী - সংগ্রামের নোটবুক

কালিকাপুর, মাতব্বর, বাড়ি গণহত্যা, পটুয়াখালী

একাত্তরের ২৬ এপ্রিল পাক সেনাবাহিনীর তীব্র আক্রমণের মুখে পটুয়াখালী শহরটি তাদের দখলে চলে যায়। এর পরিণতিতে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে সহায়তা করার অপরাধে তৎকালীন জেলা প্রশাসনসহ ২৯৭ জন আনসার যুদ্ধের সম্মুখ সমরে প্রথম শহীদ হন। পাক সেনাবাহিনী এক পর্যায়ে কালিকাপুর মাতব্বর বাড়িতে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করে।
{৬১৪} হাসিনা আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত