সোনাইমুড়ি গণহত্যা, নোয়াখালী
মে মাসের ২৬ তারিখ ‘এ’ জোনের কমান্ডার সুবেদার লুৎফুর রহমানের নির্দেশে সুবেদার অলিউল্লাহ, সুবেদার সামছুল হক, মমিনুল ইসলাম বাকেরের নেতৃত্বে সোনাইমুড়ির দক্ষিণে দেওয়ানজীর হাট রেলওয়ে পুলের দক্ষিণে মুক্তিবাহিনীর ট্রুপ নিয়ে ওঁৎ পেতে থাকে। কুমিল্লা থেকে একটি পাকবাহিনীর গাড়ির বহর তাদের সামনে পৌঁছলে তাঁদের সামনে গাড়িকে লক্ষ্য করে গোলাগুলি আরম্ভ হয়। এই আক্রমণে পাকবাহিনীর একজন মেজর ও একজন ক্যাপ্টেন এবং ৪ জন সিপাহি নিহত হয়। লাশ নিয়ে তাড়াতাড়ি বেগমগঞ্জ টেকনিক্যালে আসে। সঙ্গে সঙ্গে শতাধিক পাকবাহিনী সেই জায়গায় পৌঁছে নাওতলা, কাড়ারপাড়, সোনাইমুড়িও বাট্টাগ্রাম আক্রমণ করে ১২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে এবং গ্রামগুলোর প্রায় সব বাড়িঘর জ্বালিয়ে দেয়।
[88] জোবাইদা নাসরীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত