সূত্রাপুর লোহারপুল বধ্যভূমি, ঢাকা
১৯৭১ সালে ঢাকার সূত্রাপুর লোহারপুল বধ্যভূমি হিসেবে ব্যবহৃত হতো। পাকহানাদার সৈন্যবাহিনী এবং তাদের সহযোগীরা এখানে অগণিত বাঙালিকে নৃশংসভাবে হত্যা করে। প্রখ্যাত বিজ্ঞানী ড. হরিনাথ দেকে এই পুলের ওপর দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়।
[১৩৭] রোজিনা কাদের
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত