৫ এপ্রিল ১৯৭১ঃ নুরুল আমীনের বেতার ভাষণ
পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি সভাপতি নুরুল আমীন আজ রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে এক ভাষণে বলেছেন পূর্ব পাকিস্তানে সশস্র বিদ্রোহের উস্কানি মুলক একটি প্রস্তাব ভারতের পার্লামেন্টে গৃহীত হওয়ার পর পূর্ব পাকিস্তানে সশস্র ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ অপর রাষ্ট্রের জাতীয় স্বাধীনতার প্রতি ভারতীয় অশ্রদ্ধাই প্রমান করেছে। তারা নিজ উদ্দেশের অনুকুল দেখলেই অপরের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে দ্বিধা বোধ করে না। পাকিস্তান প্রতিষ্ঠার শুরু থেকেই ভারত পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এধরনের নীতির মারাত্মক পরিনতি সম্পর্কে ভারতকে হুশিয়ার করে দেয়া আমরা কর্তব্য মনে করি। আমরা ভারতকে অনুরোধ করছি দু দেশের জনগন যাতে সহ অবস্থান করতে পারে সে জন্য যেন ভারত এ নীতি অনুসরণ থেকে বিরত হয়।