You dont have javascript enabled! Please enable it! সিরাজগঞ্জ গণহত্যা | সিরাজগঞ্জ - সংগ্রামের নোটবুক

সিরাজগঞ্জ গণহত্যা, সিরাজগঞ্জ

পাকিস্তান সেনাবাহিনী ও তার দোসররা এই মহকুমা শহরটিতে ব্যাপকভাবে ধ্বংস হত্যাযজ্ঞ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। স্বাধীনতার পর সাইফুল ইসলাম সংবাদপত্রে সিরাজগঞ্জ মহকুমার ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছিলেন। তিনি জানান :
শহরের ৮টি ওয়ার্ডের ৪ হাজার ৮৪৩টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ৪ হাজার ৯ ৯৯টি দোকান ঘর বাসাবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়। ঈশ্বরদী থেকে এক শ্রেণীর দামি দামি দ্রব্য, মূল্যবান আসবাবপত্র ঈশ্বরদীতে নিয়ে আসে। এই মহকুমায় কাজীপুর থানায় ১ হাজার ২৫৩টি, উল্লাপাড়া থানায় ৭ হাজার ৪৪৪টি, রায়গঞ্জ থানায় ৩ হাজার ৬৯৬টি, তাড়াশ থানায় ২ হাজার ৮৮টি, বেলকুচি থানায় ৬৫৫টি, চৌহারী থানায় ৯৪৭টি ও সিরাজগঞ্জ থানায় ৬ হাজার ৪১৮টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস করেছে খানসেনা ও তাদের দালাল রাজাকার বদর বাহিনীর লোকেরা। সমগ্র মহকুমার লুণ্ঠিত দ্রব্যসামগ্রীর মূল্য বাদ দিয়ে, গৃহ ধ্বংসের নগদ পরিমাণ ৮ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৩৫২ টাকা। মানুষ হত্যা করেছে ২ হাজার ৫ শয়ের উপরে।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত