You dont have javascript enabled! Please enable it! শাহবাজপুর গণকবর | ব্রাহ্মণবাড়িয়া - সংগ্রামের নোটবুক

শাহবাজপুর গণকবর, ব্রাহ্মণবাড়িয়া

১৯৭২-এর জুন মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অন্তর্গত শাহবাজপুরের কাছে আবিষ্কৃত হয় একটি গণকবর। এই গণকবর থেকে এ সময় নয়টি নরকঙ্কাল উদ্ধার করা হয়। এই নয়জনের মধ্যে চারজন ছিল মহিলার লাশ এবং পাঁচজন পুরুষ। মে মাসে পাকসেনারা এই গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে যাদের সামনে পেয়েছে তাদের হত্যা করেছে। গ্রামের অধিকাংশ পালিয়ে প্রাণে বাঁচলেও এই নয়জন পালাতে পারেননি। মৃত্যুকে বরণ করতে হয়েছে তাঁদের। লাশগুলো প্রায় এক বছর পরে উঠানো হলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। লাশগুলোর শরীরের অংশবিশেষের মাংস ঝরে গেলেও হাত, পা অক্ষত ছিল। তাছাড়া তাদের পরনের কাপড় ও খুনি কর্তৃক বাঁধা হাতের বাঁধন ঠিক ছিল। সেদিন যারা প্রাণ দিয়েছিলেন তাঁরা হলেন—বৈকুণ্ঠ নাথা, মহেশ্বরী দাসী, তারিণী দাস, কৌশল্যা দাসী, জগৎমোহন দাস, প্রহ্লাদ দাস, শচীন্দ্রনাথ দাস, মুক্তময়ী দাসী এবং বিধুমুখী দেবী।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত