You dont have javascript enabled! Please enable it! শেওলা গণহত্যা | সিলেট - সংগ্রামের নোটবুক

শেওলা গণহত্যা, সিলেট

শেওলা বিয়ানীবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান। সিলেট থেকে বিয়ানীবাজারের সাথে যোগযোগের ক্ষেত্রে অবশ্যই শেওলা ফেরি দিয়ে কুশিয়ারা নদী অতিক্রম করতে হতো। তাই পাকবাহিনী এই অঞ্চল দখল করার পর থেকে এখানে একটি শক্ত ঘাঁটি স্থাপন করে। এই ফেরিঘাটের আশপাশে ব্যাপক হত্যাযজ্ঞও চালায় তারা। শেওলা ইউনিয়নের বড় সালেশ্বরের পংকি মিয়া দারোগাকে হত্যা করে পাক হায়েনারা। একই গ্রামে হত্যা করে তারা আজমল আলীর এক ছেলেকে। ঢেউনগরে হত্যা করে বারীন্দ্র নমঃশূদ্রকে এবং দিগলবাগে আবদুল ওয়াহিদ ও চারাভুঁইয়ে লেচু বিবিকে।
[৪৬] তাজুল মোহাম্মদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত