You dont have javascript enabled! Please enable it! শমসেরনগর বিমান ঘাঁটি বধ্যভূমি ও গণকবর | মৌলভীবাজার - সংগ্রামের নোটবুক

শমসেরনগর বিমান ঘাঁটি বধ্যভূমি ও গণকবর, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলাধীন শমসেরনগর বিমান ঘাঁটি ব্রিটিশ আমলে নির্মিত অন্যতম বিমান ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী সময়ে চালু না থাকায় ঝোপ- জঙ্গলে পূর্ণ হয়ে পড়ে এর অধিকাংশ জায়গা। নিভৃত এ স্থানটিকেই পাক হানাদার বাহিনী একাত্তরের বধ্যভূমি হিসেবে বেছে নিয়েছিল। প্রায় প্রতিদিন এলাকাবাসীকে ধরে এনে এখানে হত্যা করা হতো।
[৪৮] তাজুল মোহাম্মদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত