You dont have javascript enabled! Please enable it! 1971.03.28 | রূপদিয়া বধ্যভূমি | খুলনা - সংগ্রামের নোটবুক

রূপদিয়া বধ্যভূমি, খুলনা

যশোর-খুলনা মহাসড়কের পাশে রূপদিয়া বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ে নীলকুঠি নামক স্থানে অসংখ্য দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহফুজ-উল-হক ও গোলাম মোস্তফাসহ অনেক খ্যাতিমান ব্যক্তিকে এখানে হত্যা করা হয়।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া আমীন উদ্দীন (৮০) জানান, ১৯৭১ সালের ২৮ মার্চ রাজাকাররা তাকে ধরে নিয়ে শহরের নীলগঞ্জে আটকে রাখে। একই স্থানে অন্তত ৫০ জন আটক ছিল। রাতে ভৈরব নদের পাড়ে গুলি করে হত্যার মুহূর্তে তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। তাঁর বাম হাতে গুলি লাগে। ঘাতক দল ফিরে যাবার পর কে বা কারা তাঁকে যশোর হাসপাতালে ভর্তি করে।
[৯২] মোল্লা আমীর হোসেন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত