You dont have javascript enabled! Please enable it! রাজশাহী শহর বধ্যভূমি | রাজশাহী - সংগ্রামের নোটবুক

রাজশাহী শহর বধ্যভূমি, রাজশাহী

রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে রয়েছে একটি বধ্যভূমি। বোয়ালিয়া থানার ২৫ গজ পূর্বে ঠিকাদার মুসলিম শাহ্-এর দ্বিতল বাড়ির পেছনে এই বধ্যভূমিটির অবস্থান। এই বধ্যভূমি পাকবাহিনীর প্রত্যক্ষ সহযোগী আলবদর ও রাজাকারদের সৃষ্টি। অসংখ্য মা-বোন ও গৃহবধূকে আলবদররা ধর্ষণ করে এই ক্যাম্পে। নির্যাতন ও ধর্ষণের পর ক্যাম্পের পেছনে দেয়াল ঘেরা জঙ্গলে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয় তাঁদের। কাটাসুর, শিয়ালবাড়ি এবং গোদনাইলের সাথে সমান্তরালভাবে সংযোজিত হয়েছে এই বোয়ালিয়া। এই স্থানটিতে পাওয়া গেছে আরও একটি বধ্যভূমি।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত