You dont have javascript enabled! Please enable it! 1971.12.06 | রামশহর গণকবর | বগুড়া - সংগ্রামের নোটবুক

রামশহর গণকবর, বগুড়া

বগুড়ার রামশহরে রয়েছে ১১ জন শহীদের গণকবর। হাসিবুর রহমান বিলু জানিয়েছেন ৬ ডিসেম্বর। গভীর রাত। রাজাকার মতিউর রহমান, জাবেদ আলী ও ওসমান মাওলানার প্রত্যক্ষ সহযোগিতায় একদল পাকবাহিনী ঘিরে ফেলে রামশহরের একটি পাড়া। মুক্তিযোদ্ধাদের আত্মীয় বা সহযোগী এই কারণ দেখিয়ে পাখির মতো গুলি করে মারা হলো আপন ৩ ভাই মো. আবদুস সালাম, মো. বেলায়েত হোসেন ও খলিলুর রহমানকে। এদের পরিবারের অন্যান্য সদস্য মো. জাহেদুর রহমান, দবির উদ্দিন, মো. আজগর আলী, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. বুলু মিয়া, মো. হায়দার আলী ও মো. মোকসেদ আলীকেও একই সাথে একইভাবে গুলি করে মারা হলো। এলাকাবাসী সবগুলো লাশ একত্রিত করে বাড়ির পাশেই কবর দিয়েছে।
[১৩৭] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত