রসুলপুর ও দিশাবন্দ বধ্যভূমি, কুমিল্লা
স্টেশনের নাম রসুলপুর কুমিল্লা, পূর্ব নাম ছিল ফকিরহাট। সেখানে স্থাপন করা হয়েছিল পাকহানাদার বাহিনীর ক্যাম্প। স্টেশন সংলগ্ন ভ্যাংরা ক্যাম্পে এনে নির্মমভাবে হত্যা করা হতো নিরীহ নিরস্ত্র বাঙালিদের। তাদের বধ করার কৌশল ছিল বড়ই করুণ-লোমহর্ষক। ধরে আনা নিরীহ মানুষগুলোকে দিয়েই গর্ত খুঁড়িয়ে তাদের নির্দেশ দেয়া হতো গর্তে নেমে পড়তে, এরপর ব্রাশফায়ার। পাশের জনকে ডেকে এনে নির্দেশ দেয়া হতো মাটিচাপা দিতে। এভাবে অন্তত দুহাজার লোককে হত্যা করা হয়েছে বলে জনশ্রুতি আছে।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত