You dont have javascript enabled! Please enable it! যশোর সরকারি হাঁস-মুরগির খামার বধ্যভূমি | যশোর - সংগ্রামের নোটবুক

যশোর সরকারি হাঁস-মুরগির খামার বধ্যভূমি, যশোর

মরা হাঁস-মুরগি ফেলার জন্য ব্যবহৃত কূপের মধ্যে নিরীহ বাঙালিদের হত্যা করে ফেলা দেয়া হতো। কালিতলা মুরগি খামারে চাকরিরত আক্কাস শেখ জানান, স্বাধীনতার পর তিনি এখানে এসে মানুষের ছড়ানো-ছিটানো অনেক হাড়গোড় দেখতে পান।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত