মুড়লির মোড় বধ্যভূমি, যশোর
যশোর শহরের উপকণ্ঠ মুড়লির মোড়ে ঘুমিয়ে রয়েছে একাত্তরের শত শহীদ। পাকসেনারা নিরীহ বাঙালিদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়ে যে লাশের পাহাড় সেদিন সৃষ্টি করেছিল তার কোনো স্মৃতিচিহ্নই মুড়লিতে নেই। যশোর খুলনা বেনাপোল এ তিন মহাসড়ক মিলিত হয়েছে মুড়লির মোড়ে। মোড়ের তেলপাম্পের পিছনের গণকবরে। কারণ অনেকেই জানেন না এটি বধ্যভূমি। একাত্তরে এ ঘটনা যারা দেখেছেন তাদের বক্তব্য থেকে জানা যায়, এপ্রিলের শুরুতে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে সেনাবাহিনী মুড়লিতে ঘাঁটি গাড়ে। ৫ এপ্রিল মনিরামপুর এলাকা থেকে স্বাধীনতাকামী মানুষ ট্রাকযোগে শহরে প্রবেশের সময় সেনাবাহিনী তাদের ওপর গুলি ছোড়ে। পাকসেনাদের বেপরোয়া গুলিতে সেদিন শতাধিক মানুষ প্রায় হারায়। বিহারিদের সহায়তায় এ লাশগুলো মাটিচাপা দেয়া হয় এ স্থানে।
[২৬১] সংকলন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত