মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল নির্যাতন কেন্দ্র, মেহেরপুর
মেহেরপুর ভোকেশনালের উত্তরে খুব নিকটেই অবস্থিত কবি নজরুল শিক্ষা মঞ্জিল সংক্ষেপে নজরুল স্কুল নামে পরিচিত। এখানেই পাকসেনারা তাদের মূল ঘাঁটির সম্প্রসারিত আরও একটি অংশ স্থাপন করে। এখানেও তারা গড়ে তোলে আরেকটি নির্যাতন কেন্দ্র। মেহেরপুর শহরের এই তিনটি প্রতিষ্ঠানকে ঘিরেই গড়ে ওঠে পাকসেনার নির্যাতন বলয়। শুধু মেহেরপুর জেলার নয়, নিকটবর্তী চুয়াডাঙ্গা জেলার বহু স্বাধীনতাপ্রিয় মানুষ, অসহায় নারী এবং বিপাকে আটকে পড়া মুক্তিযোদ্ধাকে এই নির্যাতন বলয়ে নিয়ে এসে নির্মমভাবে নির্যাতন করা হয়। সেই নির্যাতিত মানুষের মধ্যে অল্প দু-চারজন পঙ্গু অবস্থায় ঘরে ফিরে গেলে অধিকাংশেরই জীবনাবসান ঘটেছে মেহেরপুর কলেজের পেছনের বিস্তৃত বধ্যভূমিতে।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত