মিলের (২নং) পাটগুদামের ক্যান্টিন নির্যাতন কেন্দ্র, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের এই ক্যাম্পে নিরীহ পথচারীদের ধরে আনত রাজাকাররা। জড়ো করত একটি গভীর নর্দমার কাছে। জিজ্ঞাসাবাদের নামে চলত অমানুষিক নির্যাতন। লুট করে নিত টাকা-পয়সা। তারপর গর্জে উঠত হানাদারদের মেশিনগান। ধরে আনত তাদের দোসররা যুবতী মেয়েদের। এসব নারীকে পাশবিক নির্যাতনের পর মেরে ফেলা হতো। বীণা নামে একটি মেয়ের নরপশুদের নির্যাতনে শরীরে বড় বড় ক্ষতের সৃষ্টি হয়। ডাক্তারের কাছে পৌঁছার আগেই মেয়েটি ঢলে পড়ে মৃত্যুর কোলে।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত