You dont have javascript enabled! Please enable it! 1971.10.10 | মানিকখালী গণহত্যা | বরগুনা - সংগ্রামের নোটবুক

মানিকখালী গণহত্যা, বরগুনা

১০ অক্টোবর মানিকখালী সিংড়াবুনিয়া গ্রামে হঠাৎ করে গানবোটযোগে পাকসেনারা দেশীয় ৭ জনকে চোখ বেঁধে পার্শ্ববর্তী হরের খালে নিয়ে যায় এবং ব্রাশফায়ার করে এদের দেহ ঝাঁঝড়া করে দেয়। পরে পাকসেনাদের সহযোগী রাজাকার শান্তি কমিটির লোকেরা এদের হরের খালের পাড়ে বাঁশঝাড়ের নিচে একই গর্তে মাটিচাপা দিয়ে রাখে। মানিকখালী সিংড়াবুনিয়া গ্রামের শহীদরা হলেন- চন্দ কান্ত হাজরা, অশ্বিনী কুমার বালা, লক্ষ্মীকান্ত গয়ালী, মনোরঞ্জন বেপারী, নিত্যানন্দ বেপারী, ক্ষিরোদ বেপারী ও অনন্ত কুমার। সুভদ্রা জানান, তার স্বামী ক্ষিরোদ বেপারী এবং পিতা লক্ষীকান্ত গয়ালীকেও পাকসেনারা গুলি করে হত্যা করেছে। নিহত হওয়ার একদিন আগে সুভদ্রার স্বামী ক্ষিরোদ বেপারী শ্বশুরবাড়ি আশ্রয় নিতে এসেছিলেন। স্বামী ও পিতাকে হারিয়ে আজও তিনি রোগেশোকে জর্জরিত হয়ে পড়েছেন।
[৪৩৩] সংকলন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত