You dont have javascript enabled! Please enable it! মাগুরার বধ্যভূমি ও গণকবর | মাগুরা - সংগ্রামের নোটবুক

মাগুরার বধ্যভূমি ও গণকবর, মাগুরা

মাগুরায় রয়েছে অসংখ্য গণকবর ও বধ্যভূমি। বর্তমান জেলা শহর মাগুরার বুক চিরে বয়ে গেছে নবগঙ্গা নদী। এই নবগঙ্গার পানি ‘৭১-এর ভয়াল দিনগুলোতে বাঙালির রক্তে লাল হয়ে গিয়েছিল। বাড়িঘর জ্বালিয়ে ধ্বংস করে, অসংখ্য মা- বোনের সম্ভ্রমহানি করে, শত শত বাঙালিকে হত্যা করে মাগুরা শহরে পাকহানাদার ও তাদের দোসররা ত্রাসের রাজত্ব কায়েম করে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত