You dont have javascript enabled! Please enable it! 1971.10.24 | মধুপুরের জব্বারের কূপ গণহত্যা | টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

মধুপুরের জব্বারের কূপ গণহত্যা, টাঙ্গাইল

২৪ অক্টোবর রাতে পন্তরার মোড়ে আবদুল জব্বারের পরিত্যক্ত বাড়ির কূপের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয় তিন সহোদর হরেন্দ্র রায়, উপেন্দ্র রায় ও খগেন্দ্র রায়কে। এরপর হরেন্দ্র রায়ের দুই ছেলে মহেন্দ্র ও জিতেন্দ্রসহ আশুরা গ্রামের সতীশ চন্দ্র, কালামাঝি গ্রামের ওমর আলী, বছির উদ্দীন ও বেলায়েত হোসেনকে হত্যা করে তাঁদের প্রাণহীন দেহ কূপে ফেলে দেয়া হয়।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত