ময়মনসিংহ পাকবাহিনীর গণহত্যা ও বধ্যভূমি, ময়মনসিংহ
ময়মনসিংহ শহর ও শহরতলি এলাকার ৫টি বধ্যভূমির মধ্যে ডাকবাংলো, কেওয়াটখালী, বড়বাজার, নিউ মার্কেট ও কালীবাড়ির বধ্যভূমিতে সহস্রাধিক নরকঙ্কাল পাওয়া গেছে।
সাহেব আলী রোডের একটি পুকুরে বাক্সভর্তি নরকঙ্কাল পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে, বর্বর পাকসেনারা ময়মনসিংহ শহর থেকে পালিয়ে যাবার আগে লাশগুলোকে টুকরো টুকরো করে বাক্সভর্তি করে ঐ পুকুরে ডুবিয়ে রাখে।
ময়মনসিংহ শত্রুমুক্ত হবার পর ওখানকার বাসিন্দারা কালীবাড়ি নিউ মার্কেটের গলিতে দু’টি কুয়োভর্তি নরমুণ্ডু, নরকঙ্কাল উদ্ধার করে, পরে তা মাটিচাপা দেয়া হয়। জানা যায় বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে ব্রহ্মপুত্র নদীর তীরে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হতো। পরে ঐ সব লাশের কিছু নদীর দুই ধারে গর্ত করে মাটিচাপা দিত আর বাকি লাশ নদীতে ভাসিয়ে দেয়া হতো।
[৩৮২] মঞ্জুমা সেলিম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত