You dont have javascript enabled! Please enable it! 1971.08.15 | ভাটপাড়া কুঠি গণহত্যা | মেহেরপুর - সংগ্রামের নোটবুক

ভাটপাড়া কুঠি গণহত্যা, মেহেরপুর

মেহেরপুর জেলায় কাথুলি থেকে ভাটপাড়া কুঠিতে পাকবাহিনীর ক্যাম্প স্থানাস্তরের পর বহু নিরীহ মানুষকে এখানে ধরে অত্যাচার নির্যাতন এবং হত্যা করা হয়। কিন্তু ১৫ আগস্ট তারিখটি ছিল একেবারে অন্যরকম। গাংনী থানায় স্বাধীনতা সংগ্রামের নেপথ্য উৎসাহদাতা বামুন্দীর হারেজউদ্দীন ও আবুল কাশেম, সাহারবাটির উজির মালিথা ও এমলাক হোসেন এবং চৌগাছার হাফিজউদ্দীন বিশ্বাস ও তার ভগ্নিপতি গাংনী হাইস্কুলের হেডমাস্টার আবুল হাশিম সরকারকে ১৫ আগস্ট মধ্যরাতে ধরে এনে ভাটপাড়া কুঠিতে একটানা দুদিন নির্যাতনের পর হত্যা করে। বেশ কিছুদিন পর কাজলা নদীতে এদের দুজনের গলিত লাশও পাওয়া যায়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত