ভার্জিনিয়া টোব্যাকো মিল গণকবর ও বধ্যভূমি, বগুড়া
যুদ্ধ চলাকালীন সময়ে বগুড়ায় ভার্জিনিয়া টোব্যাকো মিলে মিলের বাঙালি শ্রমিকসহ বাইরের অনেককেই হত্যা করে গণকবর দেয়া হয়েছে। গণহত্যার বর্ণনা দিয়ে মিল মসজিদের ইমাম ৮৫ বছর বয়সী মাজেদ আলী বলেন, মিলের সংখ্যাধিক্য বিহারি শ্রমিকরা স্বল্পসংখ্যক বাঙালি শ্রমিকদের মিলের বিভিন্ন মেশিন দিয়ে ও বয়লারে পুড়িয়ে হত্যা করে মিল চত্বরের বিভিন্ন জায়গায় লাশ গুম করে ফেলে। গুম করা এ লাশের সংখ্যা প্রায় ১০০। এর মধ্যে মিলের শ্রমিক ৩৫-৪০ জন, বাকিরা বাইরের। মাজেদ আলীর বর্ণনায় জানা যায়, মিল চত্বরের দক্ষিণ-পশ্চিম কোণে, সোপ ফ্যাক্টরির পূর্ব-দক্ষিণ কোণে, পাওয়ার সেকশন সংলগ্ন গুদামের সামনে ও বয়লার সংলগ্ন স্থানে এসব বধ্যভূমি রয়েছে। নিহতের মধ্যে মিল মসজিদের ইমাম হাফেজ হোসেন আহাম্মদ ও এলাকার মুক্তিযোদ্ধা শ্রমিক বাবুল মিয়ার পরিচয় পাওয়া যায়। তাদের কবর দুটি পাকা করে চিহ্নিত করে রাখা হয়েছে।
[২৩৫] রফিকুল আকবর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত