বিরামপুর বধ্যভূমি, যশোর
যশোর জেলার বিরামপুর গ্রামে কার্তিক চন্দ্র দের বাড়িতে রয়েছে একাত্তরের বিরাট এক বধ্যভূমি। যশোর শহর থেকে ৬ কি. মি. উত্তরে বিরামপুর গ্রামের ভৈরব নদের পাশে ৬ বিঘা অরণ্যঘেরা বাড়িতে একাত্তরে আহমেদ বিহারির নেতৃত্বে বিহারি যুবকরা অন্যান্য বাঙালিকে জবাই করে হত্যা করে। হত্যার পর লাশ তারা কুয়ায় ফেলে দিত। এক পর্যায়ে কুয়া ভরে গেলে পাশে গর্ত করে লাশ মাটিচাপা দেয়। সেই গর্ত, সেই কুয়া আজও রয়েছে একাত্তরের নৃশংসতার সাক্ষী হয়ে।
[২৫৮] ফখরে আলম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত