You dont have javascript enabled! Please enable it! 1948.12.04 | পাকিস্তানী গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু | পূর্ব বাংলার সব কলেজে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার আহ্বান করেন শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

পূর্ব বাংলার সব কলেজে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার আহ্বান করেন শেখ মুজিব

৪ ডিসেম্বর ১৯৪৮ এর গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ১ ডিসেম্বর ১৯৪৮ তারিখে বাগেরহাটের দৌলতপুর কলেজের সবুর ক্যাম্পের মুসলমান ছাত্ররা প্রোপাগান্ডামূলক কাজ করার জন্য পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নেতা (মুসলিম লীগের প্রো-কমিউনিস্ট গ্রুপের ছাত্রদের বিদ্রোহী গ্রুপ) শেখ মুজিবকে আমন্ত্রণ জানায়। প্রথমে দৌলতপুর কলেজের প্রিন্সিপ্যাল কলেজ প্রাঙ্গণে রাজনৈতিক সভার অনুমতি দিতে চায় নাই। কিন্তু তাকে আশ্বস্ত করা হয় এখানে শিক্ষা সংরান্ত বিষয়েই আলোচনা করা হবে। পরে তিনি অনুমতি দেন। মিটিং শুরু হবার সাথে সাথে মৌলভি আব্দুল হামিদ (ভাসানী) এর গ্রুপ থেকে এ এস এম তামিদুদ্দিনের নেতৃত্বে হলে প্রবেশ করে এবং মিটিং পণ্ড করতে চেষ্টা করে। এতে হাতাহাতি শুরু হয়। তামিদুদ্দিনের ডান চোখ কেটে যায়। তখন এই গ্রুপের আমজাদ হোসেন ও অন্যান্যরা অভিযোগ করে যে তামিদুদ্দিন ছুরিকাহত হয়েছে। একটি মামলা করা হয়। মামলা নং u/s/147/324 I.P.C রেজিস্ট্রেশন করা হয়। ঘটনার পরে বিনা বাঁধায় মিটিং শেষ হয়।

বক্তব্যে শেখ মুজিব সরকারের ফুড পলিসি নিয়ে সমালোচনা করেন। প্রাথমিক শিক্ষার অবস্থা নিয়ে সমালোচনা করেন। পূর্ব বাংলার সব কলেজে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার আহ্বান করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অহরহ বিমানে ভ্রমণ করে দেশের প্রচুর টাকা নষ্ট করছেন। এছাড়া ছাত্রদের বাংলাকে রাষ্ট্রভাষার দাবী করেন, এবং জমিদারি প্রথা বন্ধের আহ্বান করেন। সরকার থেকে জমিদারদের প্রায় ৪০ কোটি রুপী ভুর্তুকি দেয়া হচ্ছে যার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এর মধ্যে ৩০ কোটি রুপী ভারতে চলে যাবে। অথচ এই টাকা দিয়ে অস্ত্র কিনে দেশের প্রতিরক্ষা খাত উন্নত করা সম্ভব। এদিকে শিক্ষা খাত ধ্বংস করে দেয়া হচ্ছে। তিনি বিনামূল্যে প্রাথমিক শিক্ষা চালু করার দাবী জানান। বাগেরহাটের মুসলিম ছাত্রলীগের আব্দুল আজিজের গ্রেপ্তারি পরওয়ানা বাতিলের দাবী জানান। মিটিং এ আরও উপস্থিত ছিলেন,
১। আমজাদ আলী গোরাল
২। আবুল মনসুর আহমেদ (পিতা –কাশেম আলী, পাতাসি, পিরোজপুর, বরিশাল)
৩। নূর আলী সরদার (পিতা- মোঃ ইসমাইল, পানিয়া, কালীগঞ্জ, খুলনা)
৪। ওমর ফারুক
৫। আব্দুল আজিজ বি এ (পিতা – হাজি আফিজুদ্দিন, তেলিগাতি, মোরেলগঞ্জ, খুলনা)।

নোটঃ বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং সিস্টেম বিশ্বের ২৬ টি বলবত আছে। এরমধ্যে ইজরাইল, নর্থ কোরিয়া, নরওয়ে উল্লেখযোগ্য। [1, pp. 52–55]

References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.