You dont have javascript enabled! Please enable it! বরুণা বাজার গণহত্যা | খুলনা - সংগ্রামের নোটবুক

বরুণা বাজার গণহত্যা, খুলনা

আগস্ট মাসের মাঝামাঝি সময় রুদোঘরা গ্রামের রাজাকার মতিন ও জোনাব আলী সরদারের নেতৃত্বে একদল রাজাকার ধামালিয়ার বরুণা গ্রামে হামলা চালায়। গণহত্যা ও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে দমন করার উদ্দেশ্যে এ হামলা করা হয় বলে মনে হয়। এখানে যাদের হত্যা করা হয় তারা সকলেই ছিলেন মুসলিম সম্প্রদায়ের লোক।
[৯২] মোল্লা আমীর হোসেন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত