প্রাগপুর হাইস্কুল সংলগ্ন গণহত্যা ও গণকবর, কুষ্টিয়া
ব্যাংগাড়ি যুদ্ধের পরদিন হানাদারেরা ব্যাংগাড়ির মাঠে নিহত পাকিস্তানিদের লাশ ট্রাকে তোলার জন্য পাশের গরুড়া, প্রাগপুর ও মহিষকুণ্ডি গ্রামের সাধারণ মানুষজন ধরে নিয়ে আসে। এরপর লাশ ট্রাকে তোলা হলে হানাদারেরা ওই গ্রামবাসীকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। হত্যার পর তারা লাশগুলো প্রাগপুর হাইস্কুল মাঠের পাশে গণকবর দেয়। যাঁদের গণকবর দেয়া হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন দুই সহোদর-লস্কর মণ্ডল ও হযরত মণ্ডল, ইছারুদ্দিন, আক্কাস ব্যাপারি, আজিজুল, ইছার মণ্ডল ও ইউনুস সর্দার।
[৩৬৯] তারিকুল হক তারিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত