পাম্প হাউস বধ্যভূমি, ঈশ্বরদী, পাবনা
ঈশ্বরদীর রেলওয়ের পাম্প হাউস বধ্যভূমি পাক আর্মি, রাজাকার ও বিহারিদের অত্যাচারে এক নির্মম সাক্ষী। ‘৭১ সালের এপ্রিল মাস থেকে এই পাম্প হাউস এলাকায় পাক আর্মিরা বাঙালি জাতির ওপর বিভীষিকাময় নির্যাতন চালিয়ে অসংখ্য বাঙালিকে হত্যা করে। তারা সমস্ত ঈশ্বরদী এলাকা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ধরে এনে রেলওয়ের এই পরিত্যক্ত পাম্প হাউসে নিষ্ঠুরের মতো জবাই করে হত্যা করত। প্রেমের টানে সামিনা ও ইমু ধানক্ষেতের আল ধরে পালাতে গিয়েও রেহাই পায়নি, তাদের ধরে এনে বিহারিরা এই পাম্প হাউসে জবাই করে হত্যা করে। পবিত্র মক্কা থেকে হজ করে ফিরে আসা ২০ জন বাঙালি ঈশ্বরদী স্টেশনের সান্তাহারগামী ট্রেনের খোঁজ করছিল বাড়ি যাবার জন্য। কিন্তু দুশমন বিহারিরা এই হাজীদেরও ধরে এনে জবাই করে হত্যা করে। দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে প্রায়শই ভেসে আসত মানুষের মৃত্যুকালীন আর্তনাদ। ইকবাল নামক এক ব্যক্তি ও তার ছোট ভাইকে এই পাম্প হাউসে এনে হত্যা করা হয়। এরা কুমিল্লা থেকে বাড়ি এসেছিল ভাইবোনদের দেখতে। ঈশ্বরদী রেলওয়ের ওভারব্রিজের উত্তরদিকে সোজা রাস্তায় এগুলেই ‘৭১-এর বধ্যভূমি, এই পরিত্যক্ত পাম্প হাউসের অবস্থান।
[৩৫২] রফিকুল আকবর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত