You dont have javascript enabled! Please enable it! পাকশী গণকবর ও বধ্যভূমি, ঈশ্বরদী | পাবনা - সংগ্রামের নোটবুক

পাকশী গণকবর ও বধ্যভূমি, ঈশ্বরদী, পাবনা

ঈশ্বরদীর দক্ষিণে সমগ্র পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় কেন্দ্র পাকশী। এখানে রয়েছে অসংখ্য গণকবর ও বধ্যভূমি। পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে সেতুর দু দিকেই ছিল অসংখ্য মানুষের কঙ্কাল, মাথার খুলি, শাড়ি-ব্লাউজ, জুতা। দীর্ঘ সেতুটির প্রতিটি বিশাল স্প্যানের ভেতরেও দেখা গেছে মেয়েদের সাদা সাদা শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ ও জুতা। এই বিপুল পরিমাণ কাপড়-চোপড় দেখে সহজেই অনুমান করা যায় যে সেতুর দু দিকের স্প্যানে অসংখ্য মহিলাকে ধরে এনে অত্যাচার করে হত্যা করা হয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত