নাগেশ্বরী স্কুল গণহত্যা ও গণকবর, কুড়িগ্রাম
নাগেশ্বরী, ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী থানার কুড়িগ্রামে বিভিন্ন স্থান থেকে লোকজনদের ধরে এনে নাগেশ্বরী স্কুলের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করা হতো। নভেম্বরের কোনো একদিন এখানে অন্তত ৩৬ জনকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। নাগেশ্বরী থানা সদরের অদূরে শহীদ মিনারের কাছে এই গণকবরটি আজও রয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত