নারুলী পাড়া ও চেলোপাড়া রেলক্রসিং গণহত্যা, বগুড়া
বগুড়া জেলার দুটো গ্রাম হলো নারুলী পাড়া ও চেলোপাড়া। এ স্থানে যুদ্ধের সময় পাকবাহিনী ও রাজাকাররা নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা করে। প্রত্যক্ষদর্শী সালামতুল্লাহ (৯৫) বলেন, আমার নাতি বুলু প্রামাণিককে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে। আমার ভাই ফজি শেখ, নাতি জামাই ও ভাইয়ের মেয়েকে হত্যা করে। এভাবে আমার পরিবারের ১৬ জন লোককে পাকহানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় হত্যা করে। তিনি আরও জানান, চেলোপাড়া রেলক্রসিং-এর কাছে তালগাছের গোড়ায় পাক আর্মিরা এক সঙ্গে ১৫০ জনের মতো সাধারণ মানুষকে হত্যা করে।
[৩৪] দিলরুবা বেগম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত