তেরাইল গণহত্যা, মেহেরপুর
মেহেরপুরের গাংনী থানার তেরাইল গ্রামে ১৮ এবং ১৯ জুলাই দুদফায় সংঘটিত হয় নারকীয় গণহত্যা। প্রথম দিনে ৪ জন এবং পরের দিন ৫ জন সাধারণ গ্রামবাসীকে হত্যা করা হয়। তেরাইল প্রাইমারি স্কুলের সামনে সংঘটিত দ্বিতীয় দফায় গণহত্যার মুখে ৫ জন শহীদ হলেও ২ জন আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। স্থানীয় পিস কমিটির নেতার প্রত্যক্ষ মদদে এবং রাজাকারদের সহযোগিতায় মেহেরপুর থেকে আসা পাকসেনারা দ্বিতীয় দিনের অভিযানে ব্যাপক অগ্নিসংযোগ এবং লুটপাটও করে।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত