ঢাকা-মাগুরা সড়কের পাকা সেতু বধ্যভূমি, মাগুরা
মাগুরার বধ্যভূমিগুলোর মধ্যে ঢাকা-মাগুরা সড়কের পাকা সেতুটি ছিল প্রধান। এই সেতুতেই হত্যা করা হয়েছে অসংখ্য বাঙালিকে। পাক হানাদাররা বিভিন্ন গ্রাম থেকে যুবকদের ধরে এনে তাঁদের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিত। তারপর গুলি করে ওপর থেকে ছেড়ে দিত। পানিতে পড়ার শব্দের সাথে সাথে লাশগুলো তলিয়ে যেত নবগঙ্গার বুকে। নবগঙ্গার ওপর ঢাকা রোডের এই ব্রিজটি ছাড়াও শহরের দিনান্ত ক্লাবের পেছনে, শাখা নদী কালিগাঙের ওপর নির্মিত কাঠের পুলে, সাতদোহা পিটিআই ছাত্রাবাসের অদূরে কয়েকটি বধ্যভূমি রয়েছে। ইসলামী ছাত্র সংঘের রিজু ও কবীর ছিল বিখ্যাত কসাই। অন্যান্য কসাই হলো পীর ওবায়দুল্লাহ, মাহবুবুর রহমান, আইয়ুব চৌধুরী ও মওলানা শামসুল হক।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত