ডুমুরিয়া থানা এলাকার বধ্যভূমি ও গণকবর, খুলনা
১৯৭১ সালের মে মাসের মধ্যে ডুমুরিয়া থানার বিভিন্ন গ্রাম থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ভারত চলে যায়। ফলে এ সকল এলাকার হিন্দু শূন্য হয়ে পড়ে। তখন পাকসেনা, রাজাকার ও তাদের এদেশীয় সহযোগীরা স্বীয় গণহত্যার ইচ্ছা পূরণ করার জন্য এলাকায় অবস্থানরত মুসলমানদের বেছে নেয়। তারা এ সকল সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করে। এ সকল বধ্যভূমির মধ্যে খর্ণিয়া- শাহাপুর সড়কের পাশে ভদ্রা নদীর তীরে রাণাই গ্রামের বকুলতলা, খর্ণিয়া খেয়াঘাট উল্লেখযোগ্য। এ সকল বধ্যভূমিতে রাজাকাররা বিভিন্ন সময় পথিক ও নিকটবর্তী গ্রামের মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করে। এ সকল বধ্যভূমিতে নিহত সকলের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
[১২৪] মোহাম্মদ সুলতান আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত