টেপুর মাঠ গণকবর, মেহেরপুর
অক্টোবর মাসের ১৫ তারিখে ভাটপাড়া কুঠি ক্যাম্পের পাকবাহিনী হিন্দা এবং নওপাড়া গ্রাম থেকে ৮ জন নিরীহ গ্রামবাসীকে ধরে এনে কুলবাড়িয়া এবং হিন্দা গ্রামের মাঝখানে টেপুর মাঠে গুলি করে হত্যা করে। হতভাগ্য ৮ জন মানুষের মৃতদেহ মাঠের কাদাপাকেই পড়ে থাকে বেশ কয়েক দিন। অবশেষে কয়েকজন গ্রামবাসীর প্রচেষ্টায় সেই মাঠেই পাশাপাশি দুটি গর্ত খুঁড়ে ৮ জন শহীদকে সমাহিত করা হয়। এই গণকবরে শায়িত শহীদরা হচ্ছেন নওপাড়া গ্রামের মজিবর রহমান (পিতা-হাবুল মণ্ডল), আফসার মালিথা (পিতা-পাঁচু মালিথা), জবতুল্লাহ (পিতা-নূর বক্স বিশ্বাস), শাকের আলী (পিতা-হারান মণ্ডল) এবং হিন্দা গ্রামের আজিজুল হক (পিতা-মওলা বক্স), বাবর আলী (পিতা-তছির মালিথা), মনসুর আলী (পিতা- তছির মালিথা), নূরবক্স (পিতা-এলবাস মণ্ডল)।
[১৩৭] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত