You dont have javascript enabled! Please enable it! চৌগাছা ডাকবাংলো বধ্যভূমি | যশোর - সংগ্রামের নোটবুক

চৌগাছা ডাকবাংলো বধ্যভূমি, যশোর

যশোর চৌগাছার ইংরেজদের ঐতিহাসিক ডাকবাংলোতে একাত্তরে ২৫-৩০ জন মুক্তিযোদ্ধাকে নৃশংসভাবে পাকসেনারা হত্যা করে। সীমান্তবর্তী উপজেলা চৌগাছা। এ উপজেলা সদরের কপোতাক্ষ নদের তীর ঘেঁষে নীলকর সাহেবেরা তাদের আরাম আয়েশের জন্য ব্রিটিশ আমলে একটি দুই কক্ষবিশিষ্ট ডাকবাংলো নির্মাণ করেন। একাত্তরে পাকবাহিনী এই বাংলোতে গড়ে তোলে তাদের আঞ্চলিক ঘাঁটি। একজন মেজরের নেতৃত্বে কয়েক প্লাটুন শত্রুসেনা মুক্তিযুদ্ধের সময় এখানে অবস্থান করে বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করেছে। কত মুক্তিযোদ্ধাকে এখানে হত্যা করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও সে দিনের হত্যাকাণ্ডের সাক্ষী আবদুল বারিকের হিসাবে ২২ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে।
[২৬৫] ফখরে আলম ও সাজেদ রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত